ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ও সাবেক মিল্লাতিয়ান সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধ করে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে মিল্লাতিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
বুধবার (৬ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শান্ত চত্বরে আয়োজিত এ মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। “তুমি কে আমি কে, সাজিদ সাজিদ”, “আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই”, “আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে” এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো প্রাঙ্গণ।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি তারেকুল ইসলাম বলেন, “আজ আমরা কোনো ব্যক্তির পক্ষ অবলম্বন করছি না, দাঁড়িয়েছি একজন শহীদ ভাইয়ের হত্যার বিচার দাবিতে। একজন সন্তানহারা মায়ের সন্তানের খুনের বিচার চাচ্ছি। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অতিদ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচারিক কার্যক্রম সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “গত ১৭ জুলাই সাজিদকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, যা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চাই। যদি ইবি প্রশাসন তালবাহানা করে, তবে সেটি তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।”
অন্যান্য বক্তারাও অভিযোগ করে বলেন, “সাজিদকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে পানিতে ডুবে যাওয়া হিসেবে চালিয়ে দিতে চেয়েছে একটি চক্র। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা ব্যর্থতার বড় প্রমাণ। আমরা স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই। দাবি উপেক্ষিত হলে পরবর্তী কঠোর আন্দোলনের দায় প্রশাসনকে নিতে হবে।”
তারা আরও বলেন, “অবিলম্বে ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি প্রাঙ্গণ সিসিটিভির আওতায় আনতে হবে এবং নিরাপত্তা চৌকি স্থাপন করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
আরও পড়ুন:








