সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

সাভার মডেল কলেজে জুলাই বিপ্লব সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঢাকা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১৬:৫১

শেয়ার

সাভার মডেল কলেজে জুলাই বিপ্লব সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ছবি সংগৃহীত

সাভার মডেল কলেজে ‘জুলাই বিপ্লব সপ্তাহ উদযাপন’ উপলক্ষে আয়োজিত সাতদিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই আয়োজনের পর্দা নামে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন। কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, "শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞানেই নয়, নৈতিকতা ও সমাজ সচেতনতায়ও অগ্রণী হতে হবে।"

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ‘জুলাই বিপ্লব সপ্তাহ’ উপলক্ষে গত ২৮ জুলাই থেকে শুরু হওয়া এ আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট, ছাত্রীদের পিলো পাস প্রতিযোগিতা এবং ‘জুলাই বিপ্লব ও প্রত্যাশার বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



banner close
banner close