স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি, প্রতিবাদী পাঠদান ও সাংস্কৃতিক পরিবেশনা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩–এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কে এই কর্মসূচি শুরু হয়, যা চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীরা পরিবেশন করেন ‘শেকল ভাঙার গান’ এবং পাঠদানের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ জানান।
আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ডিপিপি এখনো অনুমোদন পায়নি। প্রয়োজনীয় সব শর্ত পূরণ ও প্রমাণপত্র জমা দেওয়ার পরও প্রকল্প অনুমোদনে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। এতে শুধু বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরাই নন, হতাশ হচ্ছেন সিরাজগঞ্জের সচেতন নাগরিকরাও।
এর আগে গত ২৬ জুলাই (শনিবার) 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস'-এর কর্মসূচি বয়কট করে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা আন্দোলনের সূচনা করেন। এরপর ধারাবাহিকভাবে চলছে বিভিন্ন কর্মসূচি।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) ফের মহাসড়কে অবস্থান কর্মসূচি এবং অর্ধদিবস প্রশাসনিক কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুন:








