সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে অভিভাবকদের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৮:০১

শেয়ার

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে অভিভাবকদের বিক্ষোভ
ছবি সংগৃহীত

ঝালকাঠি পৌর এলাকার কেফায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরার অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। তার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে রোববার (৩ আগস্ট) সকালে বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন অভিভাবক ও এলাকাবাসী। পরে তারা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করেন।

বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরা অভিভাবকদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত করছেন। তিনি শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে পাঠাতে উৎসাহিত করেন বলেও দাবি করেন তারা। এ ছাড়া বিদ্যালয়ের বরাদ্দকৃত অর্থের স্বচ্ছ হিসাব নেই বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সবুজ খান, আবুল হোসেন খান, মুসফিক খান, ইলিয়াস পঞ্চায়েত ও মিরাজ হাওলাদারসহ অনেকে। তারা প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ দাবি করেন এবং দাবি পূরণ না হলে সন্তানদের বিদ্যালয়ে না পাঠানোর হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরা বলেন, “তুলে ধরা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. শাহিনুল ইসলাম মজুমদার জানান, “প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



banner close
banner close