সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৫:৪৭

শেয়ার

অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
ছবি বাংলা এডিশন

লালমনিরহাটের হাতীবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ শাহীন আখতার পদত্যাগ করেছেন। রবিবার (৩ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে তিনি পদত্যাগে বাধ্য হন।

প্রশিক্ষণার্থীদের অভিযোগ, ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে সনদ প্রদান পর্যন্ত প্রতিটি পর্যায়ে ঘুষ লেনদেন ও অনিয়ম চলে আসছে। ট্রেনিংয়ের জন্য বরাদ্দ উপকরণ যেমন খাতা, কলম, ব্যাগ, টি-শার্ট এবং সিবিএলএম প্রশিক্ষণ সামগ্রী নিম্নমানের ছিল, যদিও প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য ১,৮০০ টাকার বাজেট ছিল।

প্রশিক্ষণার্থী রিনা বলেন, “আমরা পাঁচটি ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছি। তিন মাসের কোর্স শেষ হয়ে গেলেও কোনো কাঁচামাল পাইনি। পুরোনো উপকরণ দিয়ে কাজ করতে গিয়ে কেউ কেউ আহতও হয়েছেন।”

শিক্ষার্থী সানজিদা সাথী বলেন, “প্রিন্সিপালের অনিয়মের প্রতিবাদেই আমরা আজ সড়ক অবরোধ করেছি। উপকরণগুলো সময়মতো দেওয়া হয়নি, যা দেওয়া হয়েছে তাও ছিল নিম্নমানের।”

শিক্ষার্থী আসাদ বলেন, “আমাদের একটাই দাবি—অবিলম্বে প্রিন্সিপালের অপসারণ।”

অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ শাহীন আখতার বলেন, “শিক্ষার্থীদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। আমি আলোচনার চেষ্টা করলেও তারা তাতে সাড়া দেয়নি। তাই তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমি পদত্যাগ করেছি।”

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, “একজন অধ্যক্ষের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া আমাদের এখতিয়ার নয়। তবে কোনো অনিয়ম প্রমাণিত হলে তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর জোরপূর্বক আদায় করা পদত্যাগ অফিসিয়ালি গ্রহণযোগ্য নয়।”

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।



banner close
banner close