সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দাবিতে মহাসড়ক অবরোধে শিক্ষার্থী-জনতা

সিরাজগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১২:১১

শেয়ার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দাবিতে মহাসড়ক অবরোধে শিক্ষার্থী-জনতা
ছবি বাংলা এডিশন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণ।

রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।

এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বায়তুল হিকমাহ মডেল মাদরাসা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সিরাজ মডেল স্কুল, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন ও ইউনিক মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। সময়ের সঙ্গে সঙ্গে আরও প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ কর্মসূচিতে যোগ দেন।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অবকাঠামো না থাকায় শিক্ষার্থীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

তারা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

অবরোধের কারণে ঢাকা ও পাবনাগামী যান চলাচল ব্যাহত হয় এবং মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এর আগে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরপর ধারাবাহিকভাবে প্রতীকী ক্লাস, মৌন মিছিলসহ নানা শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়েছেন তারা।

আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য নিজস্ব স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।



banner close
banner close