সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

সরাইলে ৭৫ দিনে কুরআনের হাফেজ হলেন ৭ বছরের আদনান

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১৬:৩৩

শেয়ার

সরাইলে ৭৫ দিনে কুরআনের হাফেজ হলেন ৭ বছরের আদনান
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের আবরারিয়া মডেল মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ আদনান (৭)। মাত্র ২ মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে হেফজ সম্পন্ন করেছে সে। আদনান সরাইল উপজেলা সদরের মোগলটুলা এলাকার মোহাম্মদ ওবাইদুল্লাহ মিয়ার ছেলে।

এত অল্প সময়ে হাফেজ হওয়া আদনানের প্রতিভা দেখে বিস্মিত ও আনন্দিত তার শিক্ষক ও পরিবারের সদস্যরা।

মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিগত ২০২৩ সালে সরাইল আবরারিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছিল আদনান। এখানে প্রায় ১৪ থেকে ১৫ মাস পড়াশোনা করে নূরানি, কায়দা সিপারা এবং নাজেরা পড়েছে আদনান। পরবর্তীতে যখন হেফজ করার জন্যে মুখস্থ পড়ানো শুরু হয়েছে তখন প্রথম দিনেই সে ১ পারা সবক দিয়েছে, এভাবে চলতে চলতে মাত্র ৭৫ দিনে সে কুরআনের হাফেজ হয়েছে।

এ ব্যাপারে সরাইল আবরারিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজুল ইসলাম সিরাজ বলেন, হাফেজ আদনানের প্রতিভা আমাকে বিস্মিত করেছে, তার এই সাফল্যে আমরা আনন্দিত। আল্লাহ তায়ালা তাকে দ্বীন ও ইসলামের পথে কবুল করুক।



banner close
banner close