সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থানে ‘একদফা’ আন্দোলনের ডিজাইন প্রবর্তক জবির মারুফ

জবি প্রতিনিধি:

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১৪:০২

শেয়ার

জুলাই গণঅভ্যুত্থানে ‘একদফা’ আন্দোলনের ডিজাইন প্রবর্তক জবির মারুফ
ছবি সংগৃহীত

২০২৪ সালের জুলাই মাসের কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে রূপ নেয় ‘একদফা’ আন্দোলনে। সেই আন্দোলনের অন্যতম প্রতীকী উপস্থাপনা হিসেবে ভাইরাল হয় একটি ডিজাইন, যার প্রবর্তক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মারুফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

২০২৪ সালের ২ আগস্ট বিকেলে নিজের ফেসবুক পেইজ “Dept. Not Flauors”-এ মারুফ “একদফা” দাবিকে ঘিরে একটি শক্তিশালী ডিজাইন প্রকাশ করেন। ডিজাইনটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে— কয়েক ঘণ্টার মধ্যেই এটি পাঁচ হাজারের বেশি শেয়ার ও কয়েক লাখ ভিউ পায়। অনেক আন্দোলনকারী ও শিক্ষার্থী তাদের প্রোফাইল ছবিতে সেটি ব্যবহার করতে শুরু করেন, যা আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করে।

এর ঠিক পরদিন, ৩ আগস্ট শনিবার বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে ‘একদফা’ আন্দোলনের ঘোষণা দেন।

মারুফ জানান, “শুরুতে আমাদের দাবি ছিলো কোটা সংস্কার। কিন্তু সরকার আন্দোলনকারীদের ওপর গুলি ও দমন-পীড়ন চালায়। পরে শেখ হাসিনা কোটা সংস্কার মেনে নিলেও ইন্টারনেট শাটডাউনের কারণে সেসব তথ্য জনসাধারণ জানতে পারেনি। শাটডাউন উঠিয়ে নেওয়ার পর দেশের বিভিন্ন স্থানে র‍্যাব-পুলিশের গুলি ও হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ পেতে থাকে। তখন নয় দফা দাবি যথেষ্ট মনে হয়নি। আমার মনে হয়েছিল, একমাত্র সমাধান হলো শেখ হাসিনার পদত্যাগ। সেই ভাবনা থেকেই একদফার ডিজাইনটি তৈরি করি।”

মারুফের ডিজাইনটি কেবল একটি পোস্টার ছিল না— তা আন্দোলনের চেতনা ও প্রত্যয়ের প্রতীক হয়ে উঠেছিল। আন্দোলনের ইতিহাসে তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।



banner close
banner close