সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধাদের সম্মাননা দিলো জবি বাগছাস

জবি প্রতিনিধি:

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ১৯:১৫

শেয়ার

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধাদের সম্মাননা দিলো জবি বাগছাস
ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সম্মুখসারির আন্দোলনকারী শিক্ষার্থী ও সাহসী সাংবাদিকদের সম্মাননা জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), জবি শাখা।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগছাস কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি শিক্ষক সমিতির সেক্রেটারি অধ্যাপক ড. রইস উদ্দিন।

এনসিপি’র যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন,

"জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অতীতে যেমন রাজপথে সাহসিকতার পরিচয় দিয়েছে, ভবিষ্যতেও তারা থাকবে বলেই আমি বিশ্বাস করি। কিন্তু রাষ্ট্রের উচিত ছাত্রদের ত্যাগকে সম্মান জানানো ও তাদের বক্তব্য শোনা।"

বাগছাসের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসীর বলেন,

"জুলাই সনদ ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার দলিল। রাষ্ট্রের নয়, বরং বিপ্লবীদের নিরাপত্তার প্রয়োজন নেই—রাষ্ট্রই নিরাপত্তা চায়। এই সনদ আমাদের অস্ত্র।"

বাগছাস কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার বলেন,

"১৫ জুলাইয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল ছাড়া এই গণঅভ্যুত্থান সম্ভব হতো না। জবি আন্দোলনের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। আমরা পিএসসি সংস্কার চাই—না হলে আবার আন্দোলনে নামতে হবে।"

অনুষ্ঠান সম্পর্কে জবি বাগছাস শাখার মুখপাত্র ফেরদৌস শেখ বলেন,"জুলাই বিপ্লব ছিল ঐক্যের প্রতীক। আজকের আয়োজন সেই চেতনার ধারাবাহিকতা। আমরা বিশ্বাস করি, আন্দোলনের প্রকৃত শক্তি আসে ঐক্য থেকে।"

সংগঠনের সেক্রেটারি মো. শাহীন মিয়া বলেন,"যারা সম্মুখসারিতে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং সাংবাদিকতা করেছেন, তাদের সম্মান জানাতেই আমাদের এই আয়োজন। একত্রিত হয়ে দেশ গড়ার আহ্বানই ছিল এই কর্মসূচির মূল বার্তা।"

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আন্দোলনকারী শিক্ষার্থী এবং জবির তিন সাংবাদিক সংগঠন—প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।



banner close
banner close