সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

জবিতে শিক্ষার্থীদের পরিচয় সংকট, এক মাসেও মেলেনি আইডি কার্ড

জবি প্রতিনিধি:

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ১৫:৩২

শেয়ার

জবিতে শিক্ষার্থীদের পরিচয় সংকট, এক মাসেও মেলেনি আইডি কার্ড
ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর এক মাস পেরিয়ে গেলেও এখনো তাদের হাতে পৌঁছেনি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড। এতে করে তারা নানান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং পড়ছেন নানা বিড়ম্বনায়। এ অবস্থায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, নবীনদের ক্লাস শুরু হয়েছে গত ২২ জুন। অথচ এক মাস পেরিয়ে গেলেও এখনও তারা হাতে পাননি কোনো আইডি কার্ড বা আইডি নম্বর। ফলে অর্ধেক ভাড়ায় পরিবহন ব্যবহার, লাইব্রেরি থেকে বই সংগ্রহ, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা কিংবা বাইরের প্রতিষ্ঠানে শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোকছেদুল ইসলাম সিরাজ বলেন,“আমরা নিয়মিত ক্লাস করছি, অথচ এখনও আইডি নম্বরও দেওয়া হয়নি। লাইব্রেরি থেকে বই নিতে গেলেই জবাবদিহির মুখে পড়তে হয়। এমনকি একটি টিউশনি অফার পেয়েছিলাম, কিন্তু আইডি না থাকায় তা হাতছাড়া হয়েছে।”

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের নবীন শিক্ষার্থী এনায়েত উল্লাহ এলিট বলেন,“আইডি কার্ড একজন শিক্ষার্থীর পরিচয়ের প্রাথমিক স্বীকৃতি। বাসে যাতায়াত বা নিরাপত্তার জন্যও এটি জরুরি। কিন্তু এক মাসেও আমরা তা পাইনি—এটি অত্যন্ত দুঃখজনক।”

শিক্ষার্থীরা জানান, আইডি কার্ড শুধু পরিচয়ের মাধ্যম নয়—এটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে নানা প্রশাসনিক ও একাডেমিক সেবা গ্রহণের একটি অপরিহার্য দলিল।

এই পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন,“এখনো কিছু শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তাই আমরা আইডি কার্ড একসঙ্গে দেওয়ার পরিকল্পনা করেছিলাম। তবে শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে বিতরণ শুরু করার চেষ্টা করছি।”

শিক্ষার্থীরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের মৌলিক প্রশাসনিক সেবার ক্ষেত্রে এ ধরনের গাফিলতি তাদের পড়াশোনা ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা দ্রুত আইডি কার্ড সরবরাহের মাধ্যমে সমস্যার সমাধান দেখতে চান।



banner close
banner close