সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২ শ্রমিক

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ২০:৩৯

শেয়ার

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২ শ্রমিক
ছবি সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন দশতলা ছাত্র হলের দ্বিতীয় তলার ছাদের ঢালাই চলাকালে ছাদ ধসে পড়ে ১২ শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ঢালাইয়ের কাজ শুরু হলেও দুপুরে বৃষ্টির কারণে কিছু সময় কাজ বন্ধ রাখা হয়। বৃষ্টি থামার পর পুনরায় কাজ শুরু হলে সাটারিং দুর্বল হয়ে পড়ে এবং হঠাৎ ভেঙে গিয়ে ছাদসহ নিচে পড়ে যায়। এতে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরাও নিচে পড়ে আহত হন।

আহতদের মধ্যে ৯ জনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন, ছাদ ঢালাইয়ে নিম্নমানের নির্মাণসামগ্রী, দুর্বল সাটারিং, বাঁশ ও পাটের দড়ি ব্যবহার, ঠিকাদার ও প্রকৌশল দপ্তরের অবহেলা এবং প্রশাসনের তদারকির অভাবেই এ দুর্ঘটনা ঘটেছে।

তবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. রাহাত হাসান দিদার বলেন, “সাটারিংসহ সবকিছু পরিকল্পনা অনুযায়ী করা হয়েছিল। মূলত বৃষ্টির কারণেই সাটারিং দুর্বল হয়ে পড়ে এবং দুর্ঘটনা ঘটে।”

এ বিষয়ে প্রকল্প পরিচালক সৈয়দ মোফাছিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, “ঘটনার তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



banner close
banner close