টাঙ্গাইলে ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক মিছিলে অংশগ্রহণে বাধ্য করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, গত মঙ্গলবার (২৯ জুলাই) শহরের নিরালা মোড়ে অনুষ্ঠিত এনসিপি’র পদযাত্রা ও পথসভায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে টেনে বের করে এনে মিছিলে দাঁড় করানো হয়।
ঘটনার পরদিন, বুধবার (৩০ জুলাই) দুপুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। তারা শহরে বিক্ষোভ মিছিল বের করেন এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এনসিপি’র এই আচরণের তীব্র প্রতিবাদ জানান।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের অভিযোগ, মিছিল শুরুর আগে একদল লোক বিদ্যালয়ে প্রবেশ করে ক্লাসে বসা শিক্ষার্থীদের জোরপূর্বক বাইরে নিয়ে যায়। এ সময় শিক্ষকরা বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং কয়েকজন শিক্ষক শারীরিকভাবেও লাঞ্ছিত হন বলে জানা গেছে।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমরা ক্লাস করছিলাম, হঠাৎ করে আমাদের টেনে বের করা হয়। আমরা কখনও কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিইনি। এটি আমাদের শিক্ষাজীবনের জন্য অপমানজনক।”
একজন প্রাক্তন শিক্ষার্থী রাব্বি বলেন, “বিন্দুবাসিনী একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কখনও রাজনৈতিক হস্তক্ষেপের নজির নেই। আমরা চাই, এনসিপি আমাদের শিক্ষকদের কাছে ক্ষমা চায় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে।”
জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল অভিযোগের বিষয়ে বলেন, ছাত্রদের প্রোগ্রামে আনার জন্য কে বা কারা করেছে, তা আমার জানা নেই। তবে ঘটনা শুনে আমি প্রধান শিক্ষকের কাছে দুঃখ প্রকাশ করেছি।
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন বলেন, মঙ্গলবার (২৯ জুলাই) এনসিপির নেতারা স্কুলে এসে প্রথমে বলেছিল, স্বেচ্ছায় যারা প্রোগ্রামে যেতে চায়, তাদের যেতে দিতে। আমরা স্পষ্ট বলেছি, ক্লাস চলাকালীন কাউকে যেতে দেওয়া হবে না।
আরও পড়ুন:








