সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

সরাইলে এইচএসসি পরিক্ষা কেন্দ্রে অনুপস্থিত ভারপ্রাপ্ত কর্মকর্তা, অপসারণ করলো ইউএনও

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ১৬:০১

শেয়ার

সরাইলে এইচএসসি পরিক্ষা কেন্দ্রে অনুপস্থিত ভারপ্রাপ্ত কর্মকর্তা, অপসারণ করলো ইউএনও
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এইচএসসি পরিক্ষা কেন্দ্র-২ পরিদর্শনকালে কেন্দ্রের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন মৃধা'কে কেন্দ্রে অনুপস্থিত থেকে দায়িত্ব পালনে অবহেলা করার দায়ে অপসারণ করেছে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।

বুধবার (৩০ জুলাই) অরুয়াইল ইউনিয়নে এইচএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইকবাল হোসেন মৃধাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা পদ থেকে অপসারণ করে তাৎক্ষনিক অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের ইংরেজি শিক্ষক (বিভাগীয় প্রধান) সহকারী অধ্যাপক মোঃ এলাই মিয়াকে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব প্রদান করেন তিনি।

কেন্দ্র পরিদর্শন শেষে অরুয়াইল বাজার, মাদ্রাসা ও জামে মসজিদ পরিদর্শন করে মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিকায়নের লক্ষ্যে একটি কম্পিউটার প্রদানের ঘোষণা দেওয়ার পাশাপাশি রাণীদিয়া গ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন ইউএনও মোঃ মোশারফ হোসাইন।



banner close
banner close