সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ডিপিপি অনুমোদনের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিবাদ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ১৪:৫৪

আপডেট: ৩০ জুলাই, ২০২৫ ১৪:৫৮

শেয়ার

ডিপিপি অনুমোদনের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিবাদ
ছবি বাংলা এডিশন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মহাসড়কে গান, নাটক ও কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহজাদপুরের একটি ব্যস্ত মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘সাংস্কৃতিক প্রতিবাদ’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিবাদী গান, কবিতা ও নাটকের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সোচ্চার হন অংশগ্রহণকারীরা।

আন্দোলনকারীরা জানান, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি এখনো অনুমোদিত হয়নি, যা চরম হতাশাজনক। মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার এই প্রকল্পের জন্য প্রস্তাবিত বরাদ্দ বারবার সংশোধনের পরও অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবারের পাশাপাশি স্থানীয় জনগণও ক্ষোভ প্রকাশ করছেন।

তাঁরা আরও বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র, শর্তপূরণ ও প্রমাণ উপস্থাপন করার পরও কেন এই প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে না—সেটি স্পষ্ট নয়। বিষয়টি সংশ্লিষ্ট মহলের জবাবদিহিতা ও সদিচ্ছার অভাবকে নির্দেশ করে।

এর আগে ২৬ জুলাই শনিবার ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’-এর কর্মসূচি বর্জনের মাধ্যমে আন্দোলনের সূচনা হয়। এর ধারাবাহিকতায় আজকের সাংস্কৃতিক প্রতিবাদ অনুষ্ঠিত হলো।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় অ্যাকাডেমিক ভবন-২ থেকে বিসিক বাসস্ট্যান্ড পর্যন্ত মৌন মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।



banner close
banner close