সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে জাল বিজ্ঞপ্তি দিয়ে ভুয়া নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ১৪:০২

শেয়ার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে জাল বিজ্ঞপ্তি দিয়ে ভুয়া নির্দেশনা
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের প্রাইভেট ব্যাচ বা কোচিং নিষিদ্ধ সংক্রান্ত একটি ভুয়া ও জালিয়াতিপূর্ণ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে বলা হয়, শিক্ষার্থীদের প্রাইভেট ব্যাচে পড়ানো আইনবিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ, এমনকি শিক্ষকদের চাকরিচ্যুতি, বেতন স্থগিতসহ একাধিক শাস্তির বিধানও উল্লেখ করা হয়।

এটি পুরোপুরি ভিত্তিহীন ও ভুয়া বলে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম।

বুধবার দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, ‘বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি এমন কোনো বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করিনি। যেখানে আমার সই আছে, সেটি স্ক্যান করে বসানো হয়েছে। এটি জালিয়াতি এবং আইনত শাস্তিযোগ্য অপরাধ।’

ডিন আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো নির্দেশনা বা নীতিমালা জারি হলে তা সংযোগ বিভাগ থেকে পাঠানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। অথচ এই বিজ্ঞপ্তিটি কোনো অফিসিয়াল সোর্সে নেই এবং প্রকাশিতও হয়নি।’

অন্যদিকে, ভুয়া বিজ্ঞপ্তিতে ২০১০ সালের জাতীয় শিক্ষানীতির কিছু অনুচ্ছেদ, সরকারি কর্মচারীদের আচরণবিধি, এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটি পুরনো বিজ্ঞপ্তির কিছু অংশ হুবহু কপি-পেস্ট করে মিথ্যা দাবি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। এতে বলা হয়, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট ব্যাচ বা কোচিং করানো যাবে না এবং তা করলেই শিক্ষক বরখাস্ত, বেতন বন্ধ, এমনকি পরীক্ষা ও শ্রেণির দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হতে পারে।



banner close
banner close