সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

বাউয়েটে নবীন শিক্ষার্থীদের বরণে প্রাণবন্ত আয়োজন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি.

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ১৭:২৫

শেয়ার

বাউয়েটে নবীন শিক্ষার্থীদের বরণে প্রাণবন্ত আয়োজন
ছবি সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট), ক্যাম্পাসে সামার সেমিস্টার-২০২৫-এ ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) কলোজিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। নবীনদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করেন অগ্রজ শিক্ষার্থীরা। উপাচার্য নবাগতদের হাতে প্রথম সেমিস্টারের প্রয়োজনীয় বই তুলে দেন এবং ‘আইসব্রেকিং’ সেশনে অংশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।তিনি বলেন, “ছাত্রজীবনে নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে এবং ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। বাউয়েট কর্তৃপক্ষ ও শিক্ষকরা সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে।” অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন আইসিই বিভাগের সহকারী অধ্যাপক এ.বি.এম কবির হোসেইন। বক্তব্য রাখেন অগ্রজদের পক্ষে শাহরিয়ার নাসিম তন্ময় এবং নবীনদের পক্ষে মোছাঃ সামিহা জাহান। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, প্রভোস্ট, লাইব্রেরিয়ান, শিক্ষক-কর্মকর্তা ও নবাগত শিক্ষার্থীরা।



banner close
banner close