রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) অনুমোদনের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়কে বসেই গানে গানে ক্লাস পরিচালনা করেন।
অস্থায়ী ক্যাম্পাস-৩ এর সামনের সড়কে এ কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগের ২৪টি ব্যাচের প্রায় ১২০০ শিক্ষার্থী। কাঠফাটা রোদে, হঠাৎ বৃষ্টিতে কিংবা কলাপাতার ছাউনিতে তারা ক্লাস চালিয়ে যান। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও মানববন্ধন করেন। এতে মহাসড়কের দু'পাশে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী তাইবুর রহমান, মেরাজ হোসেন, বায়জিদ হোসেন, আব্দুল আজিজ, মোন্নাফ হোসেন, লুৎফর রহমান, সাকিব আল হাসান প্রমুখ। এছাড়া বক্তব্য দেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজিম উদ্দিন ও সহকারী রেজিস্ট্রার শেখ আল মাসুদ।
বক্তারা বলেন, দীর্ঘ ৯ বছরে ডিপিপি আটবার কমিয়ে সর্বশেষ ৫১৯ কোটি ১৫ লাখ টাকার প্রস্তাবনা জমা দেওয়া হলেও এখনও তা একনেকে অনুমোদন পায়নি। অন্যদিকে, অনেক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে নিজস্ব ভবনে কার্যক্রম চালালেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখনো ভাড়া করা কলেজ, বাড়ি ও কমিউনিটি সেন্টারে ক্লাস ও প্রশাসনিক কাজ চালাচ্ছে।
তাদের অভিযোগ, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশগত আপত্তির অজুহাতে প্রকল্প এলাকা পরিদর্শনের পর অনুমোদন আটকে রেখেছেন। ফলে শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার বলেন, “৯ বছরেও একটি টাকাও বরাদ্দ না পাওয়াটা অত্যন্ত বেদনাদায়ক। অস্থায়ী ভবনে পাঠদান, আবাসন সমস্যা, নিরাপত্তাহীনতা ও গবেষণার প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এভাবে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালনা করা যায় না।”
তিনি আরও বলেন, “সরকারকে অনুরোধ, বরাদ্দ দিন—নইলে আমাদের কার্যক্রম বন্ধ করে দিন। আমরা আর পারছি না। তাই শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।”
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। আগামীকাল (৩০ জুলাই) বিকেল ৫টায় গায়েবানা জানাজার কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
আরও পড়ুন:








