সাভারের শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলীর প্রত্যাবর্তন ও নবগঠিত এডহক কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সাভার পৌরসভার জামসিং এলাকায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি দেওয়ান আক্কাস আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, বিগত ‘জুলাই বিপ্লব’-এর পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। দীর্ঘ ৯ মাস পর সেই জটিলতার অবসান ঘটিয়ে মোহাম্মদ নওশের আলী পুনরায় প্রধান শিক্ষক পদে ফিরে আসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ও শিক্ষকরা তাকে এবং নবনির্বাচিত এডহক কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।
আরও পড়ুন:








