সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ভূঞাপুরে ৪০ কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করল মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ১৪:৩২

শেয়ার

ভূঞাপুরে ৪০ কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করল মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় ৪০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের তত্ত্বাবধানে এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায়।

সোমবার (২৮ জুলাই) দুপুরে ভূঞাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবু আবদুল্লাহ খান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিমুজ্জামান তালুকদার সেলু।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে এসএসসি পর্যায়ে কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১০ হাজার টাকা করে এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীরা ২৫ হাজার টাকা করে পেয়েছেন। এ ছাড়াও প্রত্যেককে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সাফল্য শুধু ব্যক্তি নয়, গোটা সমাজ ও জাতির জন্য গর্বের বিষয়। সরকারের এমন উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে।”



banner close
banner close