সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

নাসিরনগরে ১৩৫ দিনে কুরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ১৩:২৮

শেয়ার

নাসিরনগরে ১৩৫ দিনে কুরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু
ছবি সংগৃহীত

মাত্র ১৩৫ দিনে পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করে সবাইকে চমকে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ ফজলে রাব্বুল।

শ্রীঘর চকবাজার হযরত শাহজালাল (রহ.) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসা ও হযরত ফাতেমাতুজ জাহেরা (রহ.) সুন্নীয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এই উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিকুল ইসলাম (শিরু)। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা মুফতি কাজি আলাউদ্দিন আহমেদ। দোয়া ও মিলাদ পরিচালনাও করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীনগরের নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুফতি জাবেদুর রহমান সিদ্দিকী, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক শেখ কাউসার আহমেদ ও সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ আবু বক্কর সিদ্দিক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকির।

ফজলে রাব্বুল নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মোহাম্মদ ফরিদ মিয়া ও পারভীন বেগমের সন্তান। বাবার স্বপ্ন বাস্তবায়নে মাত্র ৪ মাস ১৫ দিনে (১৩৫ দিনে) সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন তিনি।

তার এই অর্জনে খুশি শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।

ফজলে রাব্বুল জানান, শিক্ষকদের দিকনির্দেশনা, ভালোবাসা এবং নিজের মনোযোগের ফলেই সে এত অল্প সময়ে কুরআনের হাফেজ হতে পেরেছে। ভবিষ্যতে বড় আলেম হওয়ার স্বপ্ন তার।

প্রধান শিক্ষক হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকির বলেন, ফজলে রাব্বুল খুবই মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী ছাত্র। এই মেহনত ধরে রাখতে পারলে সে ভবিষ্যতে একজন যুগসেরা আলেম হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এই কৃতিত্বশালী কিশোর হাফেজের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবার।



banner close
banner close