চট্টগ্রামের সাতকানিয়ায় খাগরিয়া ইউনিয়নের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামস্থ খাগরিয়া সমিতি। সকালে খাগরিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খাগরিয়া সমিতির সভাপতি ড. জুনায়েদ মাহমুদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আবুল বশর,
ড. হারুনুর রশিদ, অ্যাডভোকেট রিদুয়ানুল হক, জিটিভির চট্টগ্রাম
দক্ষিণ জেলা প্রতিনিধি হারুন অর রশিদ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের কৃতিত্বকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে তাদের আরও সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যেতে সহায়ক হবে।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








