সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

মানবাধিকার অফিস স্থাপন মানেই বর্তমান পরিস্থিতি খারাপ নয়: ফরিদা আখতার

ঢাকা উত্তর প্রতিনিধি:

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ১৩:৫৭

আপডেট: ২৭ জুলাই, ২০২৫ ১৩:৫৯

শেয়ার

মানবাধিকার অফিস স্থাপন মানেই বর্তমান পরিস্থিতি খারাপ নয়: ফরিদা আখতার
ছবি সংগৃহীত

জাতিসংঘ ঢাকায় মানবাধিকার অফিস স্থাপন করতে চাচ্ছে মানেই এটা ধরে নেওয়া ঠিক নয় যে, বর্তমানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খারাপ—এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

রবিবার (২৭ জুলাই) সকালে সাভারের গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে আয়োজিত ‘জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা’-তে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, "জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তারা মানবাধিকার রক্ষায় সচেতন থাকবে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ। সরকারও সেটি উপলব্ধি করেই সম্মতি দিয়েছে।"

তিনি আরও বলেন, “বিগত সরকারের সময় আমরা দেখেছি, কিভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং তা সরকারের পৃষ্ঠপোষকতায়ই ঘটেছে। তখন জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নানা প্রতিবেদন তৈরি করেছে, যা ফ্যাসিস্ট সরকারের আচরণের ডকুমেন্টেশন হিসেবে কাজ করেছে।”

বর্তমান সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, “আমরা কাউকে অহেতুক দমন করতে চাই না। তবে কখনও পরিস্থিতি সামলাতে গিয়ে কঠোর হতে হয়, সেটাও সহনশীলতার সঙ্গে করার চেষ্টা করি। সমাজে যখন জনরোষ বা মব তৈরি হয়, তখন তার পেছনের কারণ খুঁজে বের করতে পারলেই তা কমে আসবে।”

সভায় গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



banner close
banner close