সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ১১:৪১

শেয়ার

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
ছবি বাংলা এডিশন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) দ্রুত অনুমোদনের দাবি ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৭ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জ বিসিক বাসস্ট্যান্ড এলাকায় শত শত শিক্ষার্থী সড়কে বসে পড়েন। একপর্যায়ে তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের মুখে শোনা যায়-

‘ভাড়া নয় ক্যাম্পাস চাই’,

‘সবার আছে নিজস্ব ক্যাম্পাস, আমরা কেন বঞ্চিত’,

‘এক, দুই, তিন, চার-রিজওয়ানা গদি ছাড়’,

‘যার কথার মূল্য নেই, সেই উপদেষ্টা দরকার নেই।’

অবরোধের ফলে ঢাকা ও পাবনাগামী উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

এর আগের দিন, শনিবার (২৬ জুলাই) শিক্ষার্থীরা ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ কর্মসূচি বর্জন করে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে চলমান নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। ২৫ জুলাই প্রো-ভাইস চ্যান্সেলর ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।

প্রসঙ্গত, গত ১৬ জুন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে এসে শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে বলেন, "বাংলাদেশে কিছু পেতে হলে দীর্ঘ সময় ধরে লড়াই করতে হয়।"



banner close
banner close