সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

শিক্ষকদের নতুন জাতীয় প্ল্যাটফর্ম ‘ইউটিএল’র আত্মপ্রকাশ

জবি প্রতিনিধি:

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১৭:৩৩

শেয়ার

শিক্ষকদের নতুন জাতীয় প্ল্যাটফর্ম ‘ইউটিএল’র আত্মপ্রকাশ
ছবি সংগৃহীত

সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত হলো নতুন জাতীয় শিক্ষক সংগঠন 'ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’। শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসকে আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনকে সদস্য সচিব করে ইউটিএলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির মূল প্রতিপাদ্য—জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা’। ইউটিএলের ঘোষণাপত্রে জানানো হয়, রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শিক্ষা, গবেষণা ও চিন্তার স্বাধীনতা এবং জাতীয় দায়িত্ববোধকে অগ্রাধিকার দিতেই এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউটিএলের সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বলেন,“২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে নতুন চেতনার উন্মেষ ঘটেছে, ইউটিএল তারই একটি বাস্তব প্রতিফলন। দেশের শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা, অ্যাকাডেমিক সততা, নিরাপদ শিক্ষা পরিবেশ ও গবেষণায় উৎকর্ষ সাধনে একটি পেশাদার প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল—ইউটিএল সেই শূন্যতা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন,“এই সংগঠন কেবল একটি প্ল্যাটফর্ম নয়, বরং এটি একটি নৈতিক আন্দোলন। যারা মনে করেন শিক্ষা ও শিক্ষকতা জাতির নৈতিক ও জ্ঞানভিত্তিক নেতৃত্বে ভূমিকা রাখে, ইউটিএল তাঁদের জন্যই। আসুন, আমরা গড়ে তুলি একটি পেশাদার, নৈতিক ও জাতীয়ভাবে দায়বদ্ধ শিক্ষক সমাজ।"



banner close
banner close