সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ডিপিপি অনুমোদনের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বর্জন, শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১৬:৪১

আপডেট: ২৬ জুলাই, ২০২৫ ১৬:৪৩

শেয়ার

ডিপিপি অনুমোদনের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বর্জন, শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি বাংলা এডিশন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫’-এর সব কর্মসূচি বর্জন করে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩–এর সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘ নয় বছর ধরে বিশ্ববিদ্যালয়টি ভাড়া করা ভবনে অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছে। অথচ ডিপিপির প্রয়োজনীয় সব সংশোধন, ছাড়পত্র ও তথ্য-উপাত্ত যথাযথভাবে সরবরাহ করা হলেও এখনো প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয়নি। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তাঁরা।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন না করে রাজপথে দাঁড়াতে হচ্ছে, এটি আমাদের জন্য দুঃখজনক। সরকার যদি দ্রুত ডিপিপি অনুমোদন না করে, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ বলেন, “এই প্রকল্পের অনুমোদনে সাতবার সংশোধনী দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর, হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ছাড়পত্র এবং ভূমি ব্যবহারে শিক্ষা মন্ত্রণালয়ের অনাপত্তিপত্রসহ সব কাগজ সংযুক্ত করা হয়েছে। তারপরও অনুমোদন না হওয়া সন্দেহজনক।”

সহকারী রেজিস্ট্রার শেখ আল মাসুদ বলেন, “নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকা জাতির জন্য লজ্জাজনক।”

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া বলেন, “দীর্ঘ সময় ধরে একটানা আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের রক্ত পানি করে রাখা হচ্ছে। এবার চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত আমরা শ্রেণিকক্ষে ফিরছি না।”

বাংলা বিভাগের শিক্ষার্থী মিরাজ বলেন, “এই ডিপিপি একনেক সভায় না ওঠার পেছনে উপদেষ্টা রিজওয়ানা হাসানের ভূমিকা রয়েছে। আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিপিপি অনুমোদন ও বাস্তবায়ন না হলে তারা সড়ক ও রেল অবরোধসহ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা “ডিপিপি অনুমোদন চাই” “রিজওয়ানা হাসানের পদত্যাগ চাই”সহ নানা স্লোগান দেন।



banner close
banner close