সিরাজগঞ্জ শহিদ ক্যাডেট একাডেমির এক আবাসিক শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক মো. হাসানুজ্জামান রঞ্জু (৬০) ও সহকারী শিক্ষক মো. বুলবুল হোসেন (৪২)-এর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) আহত শিক্ষার্থী এস এম ফারহান সাদিক ফাহিমের (১২) বাবা মো. সোহেল রানা সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ মামলাটি আমলে নিয়ে সিরাজগঞ্জ সদর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ফাহিম গত ১৭ জুলাই অসুস্থতার কারণে সময়মতো ঘুম থেকে উঠতে না পারায় সহকারী শিক্ষক বুলবুল তাকে বেত্রাঘাত ও শারীরিকভাবে নির্যাতন করেন। এতে সে গুরুতর জখম হয়। পরে হুমকি দিয়ে ঘটনাটি গোপন রাখতে বলা হয়।
পরদিন (১৮ জুলাই) ফাহিমের মা-বাবা ছেলেকে দেখতে গেলে সহপাঠীদের মাধ্যমে ঘটনার বিষয়ে জানতে পারেন। পরে সন্তানের শরীরে জখমের চিহ্ন দেখে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার বিচার চেয়ে পরিচালক হাসানুজ্জামান রঞ্জুর কাছে গেলে তিনি প্রাথমিকভাবে আশ্বাস দিলেও পরে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বাদীকে হুমকি দেন এবং অফিস থেকে বের করে দেন। থানায় অভিযোগ করেও কোনো পদক্ষেপ না পাওয়ায় আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগীর পরিবার।
এ বিষয়ে জানতে চাইলে পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, “এক শিক্ষার্থীকে মারধরের বিষয়ে শুনেছি। তবে তার অভিভাবকরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেননি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:








