সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫ ১৫:৩১

আপডেট: ২৫ জুলাই, ২০২৫ ১৫:৩৩

শেয়ার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত
ছবি বাংলা এডিশন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চলমান প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে—২৭ জুলাই বাংলা বিভাগ, ২৮ জুলাই অর্থনীতি বিভাগ এবং ২৯ জুলাই ব্যবস্থাপনা বিভাগের লিখিত ও মৌখিক পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে আবেদনকারীদের পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের একটি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদনের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ২৪ জুলাই সংবাদ সম্মেলন করেন। সেখান থেকে ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জন, মানববন্ধন ও কালোব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। চলমান পরিস্থিতিকে বিবেচনায় নিয়েই নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



banner close
banner close