সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শতভাগ আসনে ভর্তি সম্পন্ন

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫ ১৩:২০

আপডেট: ২৫ জুলাই, ২০২৫ ১৩:২১

শেয়ার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শতভাগ আসনে ভর্তি সম্পন্ন
ছবি সংগৃহীত

২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব ইউনিট ও বিভাগে শতভাগ আসনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে। সব বিভাগের সব আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে। এটি এক বিরল সাফল্য।”

উপাচার্য আরও বলেন, “এ সাফল্যের পেছনে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা। আমি জবি পরিবারের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ এপ্রিল থেকে জবির ভর্তি কার্যক্রম শুরু হয়। এরপর কিছু আসন শূন্য রেখেই গত ২২ জুন থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়।

এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ১ লাখ ৯৩ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

পাঁচটি ইউনিট—এ, বি, সি, ডি ও ই—এর অধীনে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় মোট আসন ছিল ২ হাজার ৮১৫টি। পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সকল আসনে ভর্তি নিশ্চিত করে এবারের ভর্তি কার্যক্রম একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।



banner close
banner close