সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

বৃত্তি থেকে বাদ কিন্ডারগার্টেন, নীলফামারীতে ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫ ১৬:৪৭

শেয়ার

বৃত্তি থেকে বাদ কিন্ডারগার্টেন, নীলফামারীতে ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন
ছবি সংগৃহীত

পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে নীলফামারীর ডোমার ও জেলা সদরে পৃথকভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ডোমার উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ডোমার উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সভাপতিত্ব করেন ডোমার উপজেলা শাখার সভাপতি ও ফুলকুড়ি একাডেমির অধ্যক্ষ মো. দেলোয়ার রহমান।

মানববন্ধনে বক্তব্য দেন—আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মসলেহুদ্দীন শাহ, এবি মডেল কিন্ডারগার্টেনের পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক, প্রতিভা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ভবেন্দ্রনাথ রায়, অনুশীলন প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, শিক্ষক মাহবুব আলম, ফুলকুড়ি একাডেমির সহকারী শিক্ষিকা আজিজা শিরিন এবং মুক্তিযোদ্ধা স্মৃতি কিন্ডারগার্টেনের পরিচালক জাকিউল আলম শাকী প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে বৃত্তি পরীক্ষা আয়োজন করা হলেও কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঞ্চিত রাখা চরম বৈষম্য। তারা বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় এসব শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা।

বক্তারা আরও জানান, এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত শিশুদের মধ্যে হতাশা তৈরি করবে, যা তাদের মানসিক স্বাস্থ্য ও ভবিষ্যৎ শিক্ষায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মানববন্ধন শেষে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এছাড়া একই দাবিতে জেলা সদরের জেলা প্রশাসক কার্যালয় মোড়ে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা সদরের বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন এবং অবিলম্বে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করে বৃত্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা প্রকাশের দাবি জানান।



banner close
banner close