সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

রফিক ভবন ঝুঁকিপূর্ণ, ছাঁদের পলেস্তারা খসে পড়ছে: জবিতে নিরাপত্তাহীনতা

জবি প্রতিনিধি:

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ২২:৫৮

শেয়ার

রফিক ভবন ঝুঁকিপূর্ণ, ছাঁদের পলেস্তারা খসে পড়ছে: জবিতে নিরাপত্তাহীনতা
ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রফিক ভবন দীর্ঘদিন ধরেই চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা বারবার খসে পড়ছে, কোথাও কোথাও কার্নিশ ভেঙে ঝুলছে। ভবনটির রক্ষণাবেক্ষণের অভাব এবং দীর্ঘদিনের অবহেলায় এখন এটি শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নিরাপত্তাহীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

বুধবার (২৩ জুলাই) রফিক ভবনের একটি সিঁড়িতে ছাঁদের পলেস্তারা খসে পড়ে। অল্পের জন্য এক শিক্ষার্থী প্রাণে রক্ষা পান। শিক্ষার্থীদের অভিযোগ, এমন ঘটনা প্রায় নিয়মিতই ঘটছে। বৃষ্টির সময় ভবনের চারতলায় পানি জমে থাকে, শ্রেণিকক্ষে ফ্যানের অভাবসহ নানা অব্যবস্থাপনায় তারা ভোগান্তিতে পড়ছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী হারুনর রশীদ নয়ন জানান, “ক্লাস শেষে আমরা তিনতলার মাঝামাঝি সিঁড়ি দিয়ে নামছিলাম। হঠাৎ ছাঁদ থেকে পলেস্তারা খসে পড়ে। ভাগ্য ভালো, একটু দূরত্বে ছিলাম বলে রক্ষা পেয়েছি।”

স্নাতকোত্তরের শিক্ষার্থী তাইজুল ইসলাম বলেন, “আজ সকালে দেয়ালের কিছু আবরণ আমাদের সামনে পড়ে। আগেও এমন ঘটেছে। ভবনটি বহুদিন ধরে অবহেলায় পড়ে আছে। দ্রুত সংস্কার প্রয়োজন।”

রফিক ভবনে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ছাঁদ ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে, অনেক জায়গায় প্লাস্টার খসে পড়েছে, রেলিং ও সিঁড়ির অবস্থাও নাজুক।

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিম মোজাহার বলেন, “প্রায় সাত-আট মাস আগে আমরা বিভাগের পক্ষ থেকে ভবন সংস্কারের আবেদন দিয়েছিলাম। আজকের ঘটনার পর রেজিস্ট্রার বরাবর পুনরায় আবেদন করেছি। আশা করছি, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, “ঘটনার পর আমি নিজে ভবনটি পরিদর্শন করেছি। রফিক ও অবকাশ ভবনের সংস্কারের জন্য ফাইল প্রস্তুত আছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।”

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, রফিক ভবনের বর্তমান অবস্থা অব্যাহত থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত সংস্কার কাজ শুরু করার দাবি জোরালোভাবে উঠেছে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে।



banner close
banner close