সিরাজগঞ্জের সালেহা-ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী সংঘবদ্ধ প্রশ্নফাঁস সিন্ডিকেটের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। সম্প্রতি প্রশ্নফাঁসের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়ায় তিনি প্রকাশ্যে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন।
জানা গেছে, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র শিক্ষকতা আড়ালে প্রশ্নফাঁস ও প্রাইভেট পড়ানোর মাধ্যমে অনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের প্রাইভেট না পড়ালে নম্বর কম দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার তদন্ত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রধান শিক্ষক আফসার আলী জানান, “আমি যতবার এই সিন্ডিকেটের অনিয়ম তুলে ধরেছি, ততবারই চক্রটির রোষানলে পড়েছি। এখন তারা প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি এবং বিদ্যালয় থেকে বদলির জন্য আবেদন করেছি।”
সম্প্রতি গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর হুমকির মাত্রা আরও বেড়েছে বলে জানান তিনি। একাধিক অভিভাবকও শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ তুলে গত জুনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এবারও বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু শিক্ষক একই প্রতিষ্ঠানে থেকে শিক্ষার্থীদের প্রাইভেট নির্ভর করে তুলেছেন। এই অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন তারা।
আরও পড়ুন:








