সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

কুমিল্লায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ছাত্রদের বিক্ষোভ,স্মারকলিপি প্রদান

কুমিল্লা প্রতিনিধি:

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১৬:০১

শেয়ার

কুমিল্লায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ছাত্রদের বিক্ষোভ,স্মারকলিপি প্রদান
ছবি সংগৃহীত

বিমান দুর্ঘটনার ঘটনায় দায়িত্বহীনতা ও শিক্ষাব্যবস্থায় অব্যবস্থার অভিযোগ এনে শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগসহ ১৩ দফা দাবি জানিয়েছে কুমিল্লার সাধারণ শিক্ষার্থীরা। এ দাবিতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কুমিল্লা নগরীর পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনার মতো মর্মান্তিক ঘটনার পরও পরীক্ষার সময়সূচিতে দেরিতে সিদ্ধান্ত নেওয়া হয়, যা প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ। এ কারণে দায়িত্বপ্রাপ্তদের পদত্যাগের দাবি উঠেছে।

জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থানকালে শিক্ষার্থীদের মধ্যে কিছু সময় উত্তেজনা দেখা দিলেও পরে জেলা প্রশাসক আমিরুল কায়ছার তাদের সঙ্গে সংলাপে বসেন এবং দাবিসমূহ যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

শিক্ষার্থীদের ১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো—

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা

বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের যথোপযুক্ত ক্ষতিপূরণ

জনবহুল এলাকা থেকে বিমান প্রশিক্ষণ কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়া

শিক্ষার্থীরা জানান, এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শিক্ষার্থী প্রতিনিধি সালমান, সাইদুর রহমান, নিশাত তাসনিম, ফাইজা খাতুন, আদনান আল জিসান এবং প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম।

এ বিষয়ে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, স্মারকলিপিতে উত্থাপিত দাবিসমূহ গুরুত্বসহকারে বিবেচনার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।



banner close
banner close