সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

টাঙ্গাইলের শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১৪:০৫

শেয়ার

টাঙ্গাইলের শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া
ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্নার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলের ভূঞাপুর, কালিহাতি, ঘাটাইল, মির্জাপুরসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভূঞাপুর ইব্রাহিম খা সরকারি কলেজ, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দাসি উচ্চ বিদ্যালয়, ভারই উচ্চ বিদ্যালয়, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের আত্নার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, এ ধরনের দুর্ঘটনা জাতিকে গভীর শোকের মধ্যে ফেলেদেয়। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুজ্জামান সরকার জানান, এ ব্যাপারে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থীদের ও কর্মচারিদের নিয়ে শহীদদের আত্নার শান্তি কামনায় ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

বিশেষ দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়।

এছাড়া টাঙ্গাইলের বিভিন্ন সরকারি, বে সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এই বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু আবদুল্লাহ খান জানান, সরকারি নির্দেশ মোতাবেক দিবসটি যথাযথভাবে পালন করা হয়।



banner close
banner close