বন্যার কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষাগুলো আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, জুলাইয়ের শুরুতে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে বৃহত্তর কুমিল্লার বিভিন্ন জেলা প্লাবিত হয়। বিশেষ করে ফেনী ও নোয়াখালীর কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটলে গত ১০ জুলাই অনুষ্ঠিতব্য পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্র পরীক্ষা স্থগিত করা হয়।
রোববার দুপুরে কুমিল্লা বোর্ড থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম জানান, বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১২ আগস্ট সকাল ১০টায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ করেন তিনি।
আরও পড়ুন:








