সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

মাদারীপুর সরকারি কলেজে নবীনবরণ: নবযাত্রায় শিক্ষার্থীদের বরণ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫ ১৩:৩৭

শেয়ার

মাদারীপুর সরকারি কলেজে নবীনবরণ: নবযাত্রায় শিক্ষার্থীদের বরণ
ছবি সংগৃহীত

‘নব যুগে নব সাজে এসো নবীন, দূর করে গ্লানি, আলোক ছিনিয়ে আনি’—এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘নবীনবরণ-২০২৫’। সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় কলেজের হলরুমে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত হয় এ বর্ণাঢ্য অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খান। সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. লিটন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর বরহামগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর সোহানা বিলকিস, সরকারি সুফিয়া মহিলা কলেজের অধ্যক্ষ রানী রানা বৈদ্য এবং কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক শরীফ মোহাম্মদ হুব্বুল কবির।

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ লুৎফর রহমান খান বলেন, “জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে আমরা যে দেশ পেয়েছি, সেই দেশপ্রেম ধারণ করেই এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। এই কলেজে তোমাদের যাত্রা হোক আলোকময়।”

অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে নবীনদের শুভেচ্ছা জানানো হয়।



banner close
banner close