জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ কর্মসূচিতে অংশ নিয়ে কুমিল্লা নগরীর দেয়ালজুড়ে প্রতিবাদী চিত্র আঁকছে শিক্ষার্থীরা।
রবিবার (২০ জুলাই) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়সহ নগরীর বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কনে অংশ নেয় জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। দেয়ালগুলোতে ফুটে উঠেছে ২০২৪ সালের গণ-আন্দোলনের দৃশ্যপট, প্রতিবাদী স্লোগান, শহীদদের মুখচ্ছবি ও ঐতিহাসিক বার্তা।
লোলবাড়ীয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, “আর যেন আমার ভাই-বোনদের ওপর স্বৈরাচারীরা গুলি না চালাতে পারে—এই প্রত্যাশায় আমরা ছবি আঁকছি। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটি আমাদের ক্ষুদ্র প্রতিবাদ।”
চিত্রাঙ্কনে শহীদ আবু সাঈদের প্রসারিত দুই হাতের ছবি এবং তার নিচে লেখা— ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর।’ শহীদ মীর মুগ্ধের “পানি লাগবে পানি?” উদ্ধৃতি, হেলিকপ্টার দেখে নিহত এক শিশুর শেষ কথা “বাবা দেখো হেলিকপ্টার”—এসব গ্রাফিতিতে আন্দোলনের আবেগ ও বাস্তবতা তুলে ধরা হয়েছে।
‘২৪-এর বেতার কেন্দ্র’ বোঝাতে ইউটিউব, ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপের লোগো ব্যবহার করে ক্যাপশন দেয়া হয়েছে। দেয়ালজুড়ে লেখা হয়েছে— ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।’
জেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত এই কর্মসূচিতে কুমিল্লা মহানগরী ও উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তরুণদের চোখে আন্দোলনের চেতনা ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা এ কর্মসূচিকে দিয়েছে বিশেষ তাৎপর্য।
আরও পড়ুন:








