সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

২৪-এর রঙে দেয়ালজুড়ে ইতিহাস-জুলাই অভ্যুত্থান স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ১৭:৩৪

আপডেট: ১৮ জুলাই, ২০২৫ ১৭:৩৯

শেয়ার

২৪-এর রঙে দেয়ালজুড়ে ইতিহাস-জুলাই অভ্যুত্থান স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছবি বাংলা এডিশন

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করতে চট্টগ্রামের লোহাগাড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘২৪-এর রঙে’ শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখার নির্দেশনায় তিন দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়িত হয় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে।

মঙ্গলবার (১৫ জুলাই) শুরু হয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) পর্যন্ত চলে প্রতিযোগিতা। প্রতিটি প্রতিষ্ঠানের দেয়ালে শিক্ষার্থীরা আঁকেন বৈষম্যবিরোধী বার্তা, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণআন্দোলনের চিত্র। দেয়ালে ফুটে ওঠে শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের প্রতিকৃতি, লেখা হয়- ‘বুক পেতেছি, গুলি কর’, ‘স্বাধীনতার সূর্যোদয় ৩৬ জুলাই’, ‘আর নয় বৈষম্য, প্রতিষ্ঠা পাক সাম্য’, ‘ফ্রিডম’, ‘৫২ থেকে ২৪—ইতিহাস এভাবেই ফিরে আসবে’—ইত্যাদি বার্তা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার জানান, প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে আট সদস্যের একটি বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটি গঠন করা হয়। প্রতিযোগিতা শেষে ১৭ জুলাই বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।

গ্রাফিতি প্রতিযোগিতায় বিজয়ীরা:

মাধ্যমিক পর্যায়:

১ম-লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়

২য়-এম.এইচ. নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়

৩য়-ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়

উচ্চ মাধ্যমিক পর্যায়:

১ম-চুনতি সরকারি মহিলা ডিগ্রি কলেজ

২য়-আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ

৩য়-চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীরা:

মাধ্যমিক পর্যায়:

১ম-এম.এইচ. নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়

২য়-লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়

৩য়-কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়

উচ্চ মাধ্যমিক পর্যায়:

১ম-আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ

২য়-চুনতি সরকারি মহিলা ডিগ্রি কলেজ

৩য়-বার আউলিয়া ডিগ্রি কলেজ

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল বাঙালি জাতির গণতান্ত্রিক অধিকার আদায়ের এক ঐতিহাসিক অধ্যায়। শিক্ষার্থীদের শিল্পকর্মের মধ্য দিয়ে সেই চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। এ আয়োজন আগামী প্রজন্মকে ইতিহাসচেতনায় উদ্বুদ্ধ করবে।”

এই ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যেমন সৃজনশীলতার বিকাশ ঘটিয়েছে, তেমনি ইতিহাসকে ছুঁয়ে দেখার একটি সুযোগও তৈরি হয়েছে—দেয়ালজুড়ে তাই কথা বলেছে প্রতিবাদ, সংগ্রাম ও গণতন্ত্রের জয়গাথা।



banner close
banner close