জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা ও আইন অনুষদভুক্ত বি-ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে কিছু শূন্য আসনে ভর্তির সুযোগ পাচ্ছেন মনোনীত শিক্ষার্থীরা।
এই বিষয়ে ইউনিট-বি ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২০ জুলাই (রবিবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কলা অনুষদের ডিন কার্যালয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেধাক্রমে স্থান পেয়েও বিভিন্ন কারণে ভর্তি না হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে শূন্য আসনে ভর্তি করা হবে। বিশেষভাবে উল্লেখ করা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগে ৫টি আসন শূন্য রয়েছে। এ জন্য ১ম থেকে ৪৮৮তম মেধাক্রমধারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়মতো উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন:








