সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ইবিতে শহিদ জিয়ার অবমাননার প্রতিবাদে বিএনপি-পন্থীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি:

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫ ১৭:৩৮

শেয়ার

ইবিতে শহিদ জিয়ার অবমাননার প্রতিবাদে বিএনপি-পন্থীদের বিক্ষোভ
ছবি সংগৃহীত

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবমাননা এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি-পন্থী শিক্ষক সংগঠন ‘জিয়া পরিষদ’, ‘ইউট্যাব’ এবং শাখা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদ ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার মধ্য দিয়ে গোটা জাতিকেই অপমান করা হয়েছে। তারা আরও বলেন, স্বাধীনতার ঘোষক ও বিএনপি নেতাদের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য বরদাশত করা হবে না।

ছাত্রদল নেতারা বলেন, দেশবিরোধী অপশক্তি ও পাকিস্তানপন্থীরা পরিকল্পিতভাবে ধর্মীয় ও জাতীয়তাবাদী শক্তিকে আঘাত করতে চাচ্ছে। তাদের ভাষায়, "তারেক রহমান আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, আগামী বাংলাদেশের নেতৃত্বের যোগ্যতম ব্যক্তি।"

বিক্ষোভকারীরা "স্বৈরাচার নিপাত যাক", "স্বাধীনতার ঘোষককে অবমাননা চলবে না" ইত্যাদি স্লোগানে সমাবেশ মুখরিত করে তোলেন।



banner close
banner close