সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

বেরোবিতে জুলাই শহীদ দিবস: উপদেষ্টাদের আগমন উপলক্ষে ৬২ ঘণ্টা বহিরাগত নিষিদ্ধ

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ১১:২২

শেয়ার

বেরোবিতে জুলাই শহীদ দিবস: উপদেষ্টাদের আগমন উপলক্ষে ৬২ ঘণ্টা বহিরাগত নিষিদ্ধ
ছবি সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উদ্‌যাপন উপলক্ষে ৬২ ঘণ্টার জন্য বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ জুলাই (রবিবার) সন্ধ্যা ৭টা থেকে ১৬ জুলাই (বুধবার) সকাল ৯টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময়ে কেবল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। নবীন শিক্ষার্থীদের দ্রুত আইডি কার্ড সংগ্রহের নির্দেশও দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তারা হলেন:

প্রফেসর ড. আসিফ নজরুল (আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়),

প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার (শিক্ষা মন্ত্রণালয়),

সৈয়দা রিজওয়ানা হাসান (পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়),

ফারুক ই আজম, বীরপ্রতীক (মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়)।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান।

প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, "বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা। ক্যাম্পাসের অভ্যন্তরে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী জানান, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ শহীদ পরিবারের ২১ জন সদস্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন।



banner close
banner close