সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

এনায়েতপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫ ১৭:৩৩

শেয়ার

এনায়েতপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের এনায়েতপুরে শিক্ষার মানোন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এবং এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৃথকভাবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম, একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল এবং এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন।

সমাবেশ শেষে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে শ্রেণিভিত্তিক পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



banner close
banner close