সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫ ১৬:০৬

শেয়ার

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি বাংলা এডিশন

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাথর মেরে বর্বরোচিত হত্যাকাণ্ড এবং সারাদেশজুড়ে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (১২ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থীদের কণ্ঠে প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্রসমাজ সবসময় সোচ্চার ছিল, আগামীতেও থাকবে। রাজধানীর মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা সারাদেশে বিচারবহির্ভূত হত্যা ও সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবি জানান।

ছাত্রদের মুখে মুখে ধ্বনিত হয় প্রতিবাদী স্লোগান—

‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’,

‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’,

‘হই হই রই রই, চাঁদাবাজ গেলি কই’,

‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাঁই নাই’।

সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মুনতাসির হাসান মেহেদী বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারাদেশে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।”

আরেক শিক্ষার্থী রকি খান বলেন, “আমরা একটি সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যেখানে কারো বিরুদ্ধে চাঁদাবাজি কিংবা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ থাকবে না।”



banner close
banner close