সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫ ০৬:৫১

শেয়ার

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) এক যুবক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ‘বিদ্রোহী হল’-এর সামনে থেকে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। সেখান থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভকারীরা “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?”, “সন্ত্রাসীদের আশ্রয়দাতারা হুঁশিয়ার”, “চাঁদাবাজদের আস্তানা ভেঙে দাও”, “একশন টু একশন, ডাইরেক্ট একশন”—এমন স্লোগানে মুখর করে তোলেন পুরো ক্যাম্পাস।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রাজু শেখ বলেন, “দেশে বারবার সন্ত্রাস ও চাঁদাবাজি চালিয়ে যাওয়া হচ্ছে রাজনৈতিক ছত্রছায়ায়। বিএনপির মাধ্যমে বাংলাদেশ প্রস্তর যুগে ফিরে গেছে। দল থেকে বহিষ্কারের নামে চলছে নাটক। আমরা এই প্রহসনের বিচার চাই।”

তিনি আরও বলেন, “ইন্টেরিম সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে শিক্ষার্থীরা রাজপথে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। এক ফ্যাসিস্টকে বিদায় দিয়েছি, আরেকজনকে বিদায় করতে কার্পণ্য করব না।”

সমাবেশে বক্তারা দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেন, অন্যথায় দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হন।



banner close
banner close