২০২৪ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে না পারায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সকল প্রতিষ্ঠান থেকে মোট ৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, তবে কেউই পাস করতে পারেনি।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর স্বাক্ষরিত ফল পরিসংখ্যানে এ তথ্য জানা যায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার এ তালিকায় রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত।
শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—
রতনপুর উচ্চ বিদ্যালয়, পীরগাছা, রংপুর
ছোট উজিরপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর
গরিদাহা উচ্চ বিদ্যালয়, সাঘাটা, গাইবান্ধা
বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, ডিমলা, নীলফামারী
পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয়, সদর, কুড়িগ্রাম
পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম
পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয়, সদর, লালমনিরহাট
সাত খামার উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর
সানুয়া উচ্চ বিদ্যালয়, সদর, ঠাকুরগাঁও
জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়, সদর, ঠাকুরগাঁও
ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়, বোদা, পঞ্চগড়
নাজার মামুদ উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী, কুড়িগ্রাম
এমন ফলাফলে অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষা সংশ্লিষ্ট মহলে চরম হতাশা বিরাজ করছে। শিক্ষা বিশ্লেষকরা বলছেন, শিক্ষক সংকট, পাঠদানে অনিয়ম, দুর্বল একাডেমিক কাঠামো এবং প্রশাসনিক নজরদারির অভাব এ ব্যর্থতার জন্য দায়ী।
শিক্ষার মানোন্নয়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:








