সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

দাখিল পরীক্ষায় প্রাইভেট মাদ্রাসার শীর্ষে তানযীমুল উম্মাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ১৫:৩৮

শেয়ার

দাখিল পরীক্ষায় প্রাইভেট মাদ্রাসার শীর্ষে তানযীমুল উম্মাহ
ছবি সংগৃহীত

২০২৫ সালের দাখিল পরীক্ষায় দেশের প্রাইভেট মাদ্রাসাগুলোর মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ২৩২ জন পরীক্ষার্থীর সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫২ জন শিক্ষার্থী, যা শতকরা ৬৬ শতাংশ। বাকি ৭২ জন পেয়েছে জিপিএ-৪।

তানযীমুল উম্মাহ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ এম আব্দুল্লাহ আল মামুন জানান, ‘দেশের প্রাইভেট মাদ্রাসাগুলোর মধ্যে আমরা সর্বোচ্চ ফল করেছি। এ ধারাবাহিকতা ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।’

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি শুরু থেকেই বোর্ড পরীক্ষায় শতভাগ পাসের ঐতিহ্য ধরে রেখেছে। ইবতেদায়ি, জেডিসি ও দাখিল পরীক্ষায় ১৮ বার বোর্ড মেধাতালিকায় স্থান পেয়েছে তাদের শিক্ষার্থীরা। আলিম পর্যায়েও রয়েছে শতভাগ পাস ও জিপিএ-৫ অর্জনের নজরকাড়া সাফল্য।

শুধু একাডেমিক নয়, জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের জন্য বয়ে এনেছে গৌরব। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এ মাদ্রাসাটি মানসম্মত শিক্ষার একটি মডেল হয়ে উঠেছে, যা দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার জন্য একটি আশাব্যঞ্জক দৃষ্টান্ত।



banner close
banner close