সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

এনকেএম স্কুল অ্যান্ড হোমসের এসএসসিতে শতভাগ জিপিএ-৫, নরসিংদীতে অনন্য নজির

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫ ১৯:১২

শেয়ার

এনকেএম স্কুল অ্যান্ড হোমসের এসএসসিতে শতভাগ জিপিএ-৫, নরসিংদীতে অনন্য নজির
ছবি সংগৃহীত

এসএসসি ২০২৫ সালের ফলাফলে এবারও অসাধারণ সাফল্যের ধারা ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা (এনকেএম) হাইস্কুল অ্যান্ড হোমস। শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগে অংশ নেওয়া ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসির ফলাফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেন স্কুলের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন। এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লা ও মিসেস নাছিমা মোল্লা।

শুধু এ বছর নয়—এর আগেও এনকেএম স্কুল অসাধারণ ফলাফলের নজির গড়েছে। ২০২৪ সালে শতভাগ পাসের পাশাপাশি ৯৯.৬৬ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পায়। ২০২২, ২০১৭ ও ২০১৫ সালেও প্রতিষ্ঠানটি শতভাগ জিপিএ-৫ অর্জনের মাধ্যমে দেশজুড়ে প্রশংসিত হয়।

প্রতিষ্ঠান সূত্র জানায়, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিকে ধারাবাহিকভাবে শতভাগ পাস এবং গৌরবজনক ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি বোর্ড পর্যায়ে শীর্ষস্থান ধরে রেখেছে।

শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা এবং কঠোর একাডেমিক নিয়মানুবর্তিতাই এই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



banner close
banner close