সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

বিদেশের ৮ কেন্দ্রে পাসের হার ৯৫.৮৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫ ১৪:৪৪

আপডেট: ১০ জুলাই, ২০২৫ ১৫:২৪

শেয়ার

বিদেশের ৮ কেন্দ্রে পাসের হার ৯৫.৮৭ শতাংশ
ছবি: সংগৃহীত

কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা বিশেষ অনুষ্ঠান ছাড়াই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।এতে বিদেশ কেন্দ্রের ৮টি প্রতিষ্ঠান ও কেন্দ্রে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার ৯৫.৮৭ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে এ ফল প্রকাশ করা হয়। এর মধ্যদিয়ে দু মাসেরও কম সময়ের ব্যবধানে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

এ বছর ফল প্রকাশে নতুন পদ্ধতি গ্রহণ করেছে শিক্ষা বোর্ড। ‌আগে কেন্দ্রীয়ভাবে পরীক্ষার ফল ঘোষণা করা হলেও, এবার প্রত্যেক শিক্ষাবোর্ড থেকে আলাদাভাবে ফল প্রকাশ করা হয়।

এদিন দুপুরে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভায় কথা বলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

তিনি জানান, এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ। আর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

এদিকে, বিদেশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মোট ৮টি প্রতিষ্ঠান ও কেন্দ্রে অংশ নেওয়া ৪২৭ পরীক্ষার্থীর মধ্যে ৩৭৩ জন পাশ করেছে। ফেল করেছে ৫৪ জন। পাশের হার ৮৭.৩৭ শতাংশ। মাত্র একটি প্রতিষ্ঠান শতভাগ পাশের নজির গড়েছে।

৯ বোর্ডের এসএসসি পরীক্ষার ফল দেখা যাবে যে পদ্ধতিতে

দেশের ৯টি বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফল দেখতে শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ফল দেখতে পারবে।

আবার মোবাইল থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে — SSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] 2025—এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে (যেমন : SSC Dha 123456 2025)।



banner close
banner close