জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নিরব কুমার দাস গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। তার দীর্ঘমেয়াদি চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেয়ারটেকার ও কর্মচারী সমিতির (১১-১৬ গ্রেড) সভাপতি মো. নজরুল ইসলাম।
মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে ‘জুলাই আন্দোলনের এক বছর’ পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নজরুল ইসলাম ঘোষণা দেন, “আহত নিরব বর্তমানে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা চিকিৎসায় ব্যয় করছেন। প্রশাসনিকভাবে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, যতদিন তার চিকিৎসা চলবে, ততদিন এই খরচ আমি বহন করব।”
আহত নিরব জানান, “গত বছর বগুড়ার সাতমাথায় শান্তিপূর্ণ আন্দোলনে গেলে হঠাৎ পুলিশের গুলিতে আমি গুরুতর আহত হই। আমার শরীরে প্রায় ৩০০-এর বেশি গুলি লেগেছে। চিকিৎসকের পরামর্শে এখন হোমিওপ্যাথি ওষুধ নিচ্ছি। এসব গুলি একবারে অপসারণ সম্ভব নয়, ধাপে ধাপে অপারেশন করতে হবে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কিছুদিন আগে ২০ হাজার টাকার একটি সহায়তা চেক দেওয়া হলেও তা চিকিৎসা ব্যয়ের তুলনায় যথেষ্ট নয় বলে জানান নিরব। এই অবস্থায় একজন কর্মচারীর মানবিক সহযোগিতা তাকে কিছুটা স্বস্তি দিয়েছে।
বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এই ব্যতিক্রমী উদাহরণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণামূলক বার্তা ছড়িয়েছে।
আরও পড়ুন:








