রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ঢাবিতে ইট মাথায় পড়ে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ১৯:১৪

শেয়ার

ঢাবিতে ইট মাথায় পড়ে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ক্যানটিন সংস্কারের সময় দেয়াল ধসে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ( জুলাই) বিকাল ৩টার দিকে দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী আইবিএ ক্যানটিন ম্যানেজার শামসুজ্জামান বলেন, ক্যানটিনের সংস্কারকাজ চলছিল। সময় দেয়াল ধসে একজন শ্রমিকের মাথায় ইট পড়ে। সঙ্গে সঙ্গে তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। এরপর শুনি তিনি মারা গেছেন।

তিনি অভিযোগ করে বলেন, আমি বারবার ঠিকাদারকে বলেছি নির্মাণশ্রমিকদের নিরাপত্তা আগে নিশ্চিত করার জন্য কিন্তু তিনি (ঠিকাদার) তা কর্ণপাত করেননি। ঠিকাদারের উদাসীনতার জন্য দুর্ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।



banner close
banner close