রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ১৬:০২

শেয়ার

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা
ছবি : সংগৃহীত

দেশের সব সরকারি বেসরকারি স্কুল কলেজকেজুলাই গণ-অভ্যুত্থানদিবস ( আগস্ট) এবংজুলাই শহীদদিবস (১৬ জুলাই) যথাযথভাবে উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)

বৃহস্পতিবার (০৩ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, সরকার প্রতি বছর আগস্টকেজুলাই গণঅভ্যুত্থান দিবসহিসেবে (সাধারণ ছুটিসহ) ঘোষণা করেছে। এই দিবসটি জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রেরশ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইভাবে, সরকার প্রতি বছর ১৬ জুলাইকেজুলাই শহীদ দিবসহিসেবে ঘোষণা করেছে। এই তারিখটিও মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রেরশ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন আগস্টকেনতুন বাংলাদেশ দিবসহিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে, বিভিন্ন মহল থেকে আপত্তি প্রতিবাদের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি আগস্টনতুন বাংলাদেশ দিবসপালন না করার সিদ্ধান্ত বাতিল করেছে।



banner close
banner close